Please enable JavaScript for better performance
নজরুল বিশ্ববিদ্যালয়
নজরুল বিশ্ববিদ্যালয়
How to Apply?

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে আবেদন প্রক্রিয়া

১) আবেদনের জন্য অত্যাবশ্যকীয়

ক) GST অ্যাপ্লিকেশন আইডি
খ) GST পাসওয়ার্ড
গ) GST তে নিবন্ধিত মোবাইল নম্বর
আবেদনকারী প্রয়োজনীয় কোন তথ্য ভুলে গেলে https://gstadmission.ac.bd ওয়েবসাইটে গিয়ে পুন:স্থাপন করে নিতে পারবে।

২) আবেদন প্রক্রিয়া

আবেদন করার জন্য আবেদনকারীকে https://nuadmission.online ওয়েবসাইটে প্রবেশ করে নিচের তথ্য দিয়ে লগইন করতে হবে
ক) GST Application ID
খ) GST Password

উল্লেখিত তথ্যগুলো সঠিক হলে আবেদনকারী তার ভর্তি পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টে প্রাপ্ত নম্বর, HSC এবং SSC তে প্রাপ্ত জিপিএ সহ একটি ড্যাশবোর্ড দেখতে পাবে।

এখন ভর্তির আবেদন করার জন্য Apply Now বাটনে ক্লিক করতে হবে। এই সময় কোটা সংক্রান্ত তথ্য দেখাবে। কোটা না-থাকলে No Quota, কোটা থাকলে নির্ধারিত কোটা নির্বাচন করে পরবর্তী ধাপে যাবে।

এই ধাপে আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ইউনিট এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভাগীয় আবশ্যিক শর্ত সাপেক্ষে ইউনিটে অর্ন্তভুক্ত অনুমোদিত বিভাগসমূহ দেখতে পাবে। আবেদনকারী নিচের Select all unit সিলেক্ট করে Next বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবে।

উল্লেখ্য যে, B ইউনিটে অন্তর্ভুক্ত বিশেষ সাবজেক্ট সমূহে আবেদনের জন্য সাবজেক্টের পাশের বক্স সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে B ইউনিটের বিশেষ সাবজেক্টে আবেদনের জন্য আবেদনকারীকে আরো অতিরিক্ত ৩০০ টাকা প্রদান করতে হবে। ইতমধ্যে আবেদনকৃত কোন আবেদনকারী বিশেষ সাবজেক্ট সমূহ সিলেক্ট করতে পারবে না।

এই ধাপে আবেদনকারীকে জিএসটিতে নিবন্ধিত মোবাইল নম্বরে ভেরিফিকেশন ওটিপি পাঠানো হবে। আবেদনকারীকে মোবাইল নম্বর যাচাই করে পরবর্তী ধাপে যেতে হবে।

এখানে সঠিক OTP প্রদান করলে আবেদনকারী আবেদনের বিবরণ দেখতে পাবে

এই ধাপে আবেদনকারীকে তার নির্ধারিত ইউনটিরে জন্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি জমা দেবার পদ্ধতি:

ক) আবেদনকারীকে প্রথমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যম (bKash, নগদ, UCash ) নির্বাচন করতে হবে।
খ) মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর (মোবাইল নম্বর) সরবরাহ করে পরবর্তী ধাতে যেতে হবে।
গ) একাউন্ট নম্বরটি সঠিক হলে, এই ধাপে পেমেন্টকারী তার প্রদত্ত মোবাইল নম্বরে একটি OTP রিসিভ করবে।
ঘ) পেইজে দেখানো OTP বক্সে প্রাপ্ত OTP টি সরবরাহ করতে হবে এবং প্রয়োজনীয় পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

মোবাইল ব্যাংকিং bKash এর মাধ্যমে টাকা প্রদানের নমুনা

এই ধাপে আবেদনকারী সাবজেক্ট চয়েসলিস্ট জেনেরেট করবে এবং নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবে।

এখানে Up & Down Arrow যুক্ত বাটন ব্যবহার করে চয়েসলিস্ট পুনঃর্বিন্যাস করা যাবে